কাতালান জায়ান্ট বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি মৌসুমেই পিএসজিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। প্যারিসে এসে হোটেলে থাকতে হচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে। কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। কারণ, মেসি যে হোটেলে থাকেন সেই হোটেল থেকেই চুরি হয়েছে লক্ষাধিক টাকা ও মূল্যবান গয়না।
প্যারিসের সে হোটেলে চোরেরা চুরি করতে ঢুকে মুখোশ পরে। এমন ঘটনায় বার্সার সౠর্বকালের সেরা খেলোয়াড়ের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।
চু𝕴রি করতে হোটেলের ছাদকে ব্যবহার করে চোরেরা। হোটেলের ছাদ থেকে বারান্দায় নেমে ঘরে ঢোকে চোরেরা। তবে মেসির ঘরে ঢুকতে পারেনি তারা। পিএসজি-তারকা যে ঘরে রয়েছেন তার🔯 উপরের তলায় চারটি ঘরে লুটপাট চালায় চোরেরা।
এক 💝মহিলা পরের দিন হোটেলের ঘরে ঢুকে দেখতে পান তার গল🐻ার হার, নগদ টাকা-সহ কানের দুল নেই।
তার অভিযোগ, সবকিছুই লুট করে নিয়ে গিয়েছে চোরেরা। শোনা যাচ্ছে, প্যারিসের ক্লাবে যোগ দেওয়ার দিন যে বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নেড়েছিলে💟ন মেসি, সেই বারান্দা দিয়েই চোরেরা হোটেলে ঢুকেছি꧟ল।
পুলিশ♈ জানিয়েছে, সিসিটিভিতে ছাদে ব্যাগ কাঁধে দু’জনকে দেখা গেলেও তাদের শনাক্ত করা যায়নি। হোটেলে থাকা অনেকের দাবি, দু’জন নয়ജ, মোট তিন জন এই কাজের সঙ্গে জড়িত।
পুলিশ জাꦿনিয়েছে, &lཧdquo;এটা কোনও অভিজ্ঞ দলের কাজ। তবে এতে হোটেলের নিরাপত্তার গাফিলতিও রয়েছে।”